গত বছরের অন্যতম আলোচিত সিনেমা ছিল ক্রিস্টোফার নোলানের ‘ওপেনহেইমার’। আণবিক বোমার জনক রবার্ট ওপেনহেইমারকে নিয়ে নির্মিত সিনেমাটি গোল্ডেন গ্লোব, বাফটাসহ অন্যান্য পুরস্কারে বাজিমাত করেছে। অস্কারে সর্বোচ্চ ১৩টি মনোনয়ন পাওয়ার পর অনেকেই অনুমান করেছিলেন, একাডেমি অ্যাওয়ার্ডসেও বাজিমাত করবে সিনেমাটি। শেষ পর্যন্ত তাই হলো। অস্কারে সেরা সিনেমা হয়েছে ‘ওপেনহেইমার’।
বাংলাদেশের স্থানীয় সময় সোমবার ভোরে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে জমকালো আয়োজনে অস্কারের ৯৬তম আসরে পুরস্কার ঘোষণা করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জিমি কিমেল। খবর এএফপির।
৯৬তম অস্কারের মঞ্চটি যেন ‘ওপেনহেইমার’-এর জন্যই সাজানো ছিল। এই সিনেমার জন্য ক্রিস্টোফার নোলান জিতেছেন সেরা পরিচালকের পুরস্কার।
এ ছাড়া সেরা অভিনেতা, পার্শ্ব অভিনেতা, অরিজিনাল স্কোর, সেরা চিত্রসম্পাদনার পুরস্কারও উঠেছে ওপেনহাইমার-এর ঝুলিতে। সব মিলিয়ে ৯৬তম অস্কারে সর্বোচ্চ সাতটি শাখায় পুরস্কার জিতেছে ‘ওপেনহেইমার’।
এদিকে সেরা অভিনেত্রীর পুরস্কার উঠেছে এমা স্টোনের হাতে। ‘পুওর থিংস’ ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। এটি তার দ্বিতীয় অস্কার।