কেন জনপ্রিয়তা পেল রোমান্টিক সিনেমাটি

প্রথম আলো প্রকাশিত: ১০ মার্চ ২০২৪, ১২:৩১

গত মাসে ভালোবাসা দিবস উপলক্ষে দেশি-বিদেশি বেশ কয়েকটি সিনেমা ও সিরিজ মুক্তি পেয়েছে। এর মধ্যে যে কয়টি কনটেন্ট আলোচিত হয়েছে, তার মধ্যে অন্যতম শিহাব শাহীনের ‘কাছের মানুষ দূরে থুইয়া’। সামাজিক যোগাযোগমাধ্যমে এ সিনেমা নিয়েই বেশি আলোচনা হচ্ছে। চরকিতে মুক্তি পাওয়া ওয়েব ফিল্মটিতে এমন কী রসদ আসে, যা পছন্দ করেছেন দর্শকেরা?


বিভিন্ন ফেসবুক গ্রুপ, চরকির ফেসবুক, ইউটিউবের চ্যানেলে মন্তব্য, দেশি-বিদেশি সমালোচকদের আলোচনা বিশ্লেষণ করলে সিরিজটি নিয়ে আলোচনা হওয়ার কয়েকটি কারণ খুঁজে পাওয়া যায়।


সহজ গল্প। বাড়তি নাটকীয়তা তৈরির চেষ্টা নেই, এখানে গল্পকে গল্পের মতো করে এগিয়ে যেতে দেওয়া হয়েছে—বেশির ভাগ দর্শকই ওয়েব ফিল্মটি নিয়ে এমন মন্তব্য করেছেন। আরমান নামের এক দর্শকের মনে হয়েছে, বাস্তবঘেঁষা গল্প হওয়ার কারণে সিনেমাটি তাঁর ভালো লেগেছে। ভালোবাসা, অভিমান, চাপা কষ্ট, বিরহ—সব মিলিয়ে এই সিনেমার আবেগের সঙ্গে নিজেদের মেলাতে পেরেছে অনেকে। সিনেমাটিতে সংলাপহীন ৩ মিনিটের একটি দৃশ্য আছে, সেটিও উঠে এসেছে আলোচনায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us