বেশ কিছু নতুন সুবিধা যুক্ত করে আইওএসের হালনাগাদ সংস্করণ উন্মুক্ত করেছে অ্যাপল। ‘আইওএস ১৭.৪’ সংস্করণটিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ডিজিটাল মার্কেটস অ্যাক্ট অনুসরণ করে বেশ কিছু পরিবর্তন আনার পাশাপাশি নিরাপত্তা হালনাগাদ করা হয়েছে। এক্সএস সিরিজ, ১১ সিরিজ, এসই (দ্বিতীয় প্রজন্ম), ১২ সিরিজ, ১৩ সিরিজ, ১৪ সিরিজ ও ১৫ সিরিজের আইফোনে সংস্করণটি ব্যবহার করা যাবে। সংস্করণটিতে নতুন যেসব সুবিধা যুক্ত করা হয়েছে, সেগুলো দেখে নেওয়া যাক।
আইফোনে বিকল্প অ্যাপ স্টোর
আইওএস ১৭.৪ হালনাগাদ সংস্করণে বহুল প্রতীক্ষিত বিকল্প অ্যাপ স্টোর ব্যবহারের সুযোগ চালু করা হয়েছে। এর ফলে অ্যাপলের অ্যাপ স্টোরের পাশাপাশি অন্য প্রতিষ্ঠানের তৈরি অ্যাপ স্টোর থেকে অ্যাপ নামাতে পারবেন আইফোন ব্যবহারকারীরা। এ ছাড়া অ্যাপ নির্মাতাদের জন্য বিকল্প পেমেন্ট পদ্ধতি নির্বাচনের সুযোগও যুক্ত করা হয়েছে সংস্করণটিতে।