ময়মনসিংহ সিটি করপোরেশন নির্বাচনে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কেন্দ্রে বেড়েছে ভোটার উপস্থিতি। কেন্দ্রের বাইরেও ভোটারের লম্বা লাইনের দেখা মিলেছে।
কাউন্সিলর প্রার্থীদের কর্মী-সমর্থকদের ভিড়ে সাধারণ ভোটাররা কেন্দ্রের বাইরে ভোগান্তিতে পড়েছেন। এতে বিকেল ৪টার পরও কেন্দ্রে অনেক ভোটার উপস্থিতি থাকতে দেখা গেছে।
আজ শনিবার নগরীর পাটগুদাম বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্র ঘুরে দেখা যায়, ভিড় সামলাতে হিমশিম খাচ্ছেন আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচনী কর্মকর্তারা। ভেতরে ভোট শেষ হলেই বাইরে থেকে কেন্দ্রের মধ্যে ঢোকানো হচ্ছে অপেক্ষমাণ ভোটারদের। ভিড়ের কারণে বিরক্ত হচ্ছেন ভোটাররা। অনেকেই অভিযোগ করেছেন সময়ক্ষেপণের।