রাজধানীর পুরান ঢাকায় অপরিকল্পিতভাবে গড়ে ওঠা প্লাস্টিক কারখানাগুলো সরিয়ে নিতে সরকার ২০১৫ সালে প্লাস্টিক শিল্প নগরের প্রকল্প নেয়। প্রকল্পটি ২০১৮ সালের জুন মাসে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু সেই মেয়াদ চারবার বাড়ানো হয়েছে। এরই মধ্যে কেটে গেছে আট বছর। অথচ এখনো জমি অধিগ্রহণের কাজই শেষ হয়নি। একই অবস্থা চলছে ২০১৬ সালে নেওয়া মুদ্রণশিল্প প্রকল্পের।
প্রকল্প দুটি বাস্তবায়নের দায়িত্ব পেয়েছে বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশন (বিসিক)। সংস্থাটির কর্মকর্তারা বলছেন, প্লাস্টিক শিল্প নগর স্থাপনে প্রাথমিকভাবে মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বড়বর্ত্তা মৌজায় ৫২ একর জায়গা নির্ধারণ করা হয়। শিল্প মন্ত্রণালয় ২০২১ সালে বিসিককে জমি অধিগ্রহণের অনুমতি দেয়। এরপর জেলা প্রশাসনকে ২১৮ কোটি টাকা দেয় সংস্থাটি। প্লাস্টিক শিল্প নগরের পাশেই ৪৩ একর জায়গায় মুদ্রণশিল্প নগর স্থাপনের পরিকল্পনা করা হয়। এই প্রকল্পের জমি অধিগ্রহণের জন্য জেলা প্রশাসনকে প্রাথমিকভাবে ৯০ কোটি টাকা দেওয়া হয়। কিন্তু সেখানে বসতি থাকায় শেষ পর্যন্ত কোনো প্রকল্পেরই জমি অধিগ্রহণ করা সম্ভব হয়নি।