আগের দুই ম্যাচে আশানুরূপ ব্যাটিং করতে পারেননি আরেক লঙ্কান ওপেনার আভিষ্কা ফার্নান্দো। সে কারণে তাকে বসিয়ে নামানো হয় আজ একাদশে নেওয়া হয় ধনাঞ্জয়া ডি সিলভাকে।
তিনিও ব্যাট হাতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। চতুর্থ ওভারে তাসকিনের প্রথম ডেলিভারির লেংথ বুঝতে ভুল করেছেন ধনাঞ্জয়া। যার মাশুল উইকেটের বিনিময়ে দিতে হলো তাকে।