কেক খেতে কে না পছন্দ করেন, এ কথা ভেবেই কেক তৈরিতে আগ্রহী হয়ে পড়েন নাফিয়া। নিজেও কেক খেতে পছন্দ করতেন আর তৈরি করে অন্যদের খাওয়াতেও ভালোবাসতেন। তবে কখনো ভাবেননি কেক তৈরির শখই একদিন তার পেশা হয়ে দাঁড়াবে।
বর্তমানে কাস্টমাইজ কেক তৈরি করে উদ্যোক্তা হিসেবে বেশ সফল গাজিপুরের জয়দেবপুরের মেয়ে নাফিয়া হাসান। তার হাতে তৈরি কেক কেউ একবার খেলে পরবর্তী সময়ে আবারও অর্ডার দেন বলে জানান তিনি। শূন্য থেকে শুরু করে কেক তৈরি করে আজ প্রতিমাসে তার ইনকাম প্রায় ৪০ হাজার।