সমাজের তিন শ্রেণির তিন নারী, আপাতদৃষ্টে তাদের মিল নেই। তবে ঘটনাক্রমে একটা পর্যায়ে এসে তাদের জীবনের গল্প এক বিন্দুতে এসে মিলে যায়। এমন কাহিনি নিয়েই ওটিটি প্ল্যাটফর্ম দীপ্ত প্লের নতুন ওয়েব ফিল্ম ‘ক্রিমিনালস’। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আজ প্ল্যাটফর্মটিতে মুক্তি পাচ্ছে সিনেমাটি। এটি পরিচালনা করেছেন ফরহাদ আহমেদ।
‘ক্রিমিনালস’ নামটি দেখেই আন্দাজ করা শক্ত নয়। জানা গেল, ওয়েব ফিল্মটি তৈরি হয়েছে এমএলএম প্রতারণার শিকার তিন নারীর জীবনের ঘটনা নিয়ে। সিনেমাটিতে দেখা যাবে, বিশ্ববিদ্যালয়ের ছাত্রী চুমকি আক্তার, সাধারণ গৃহিণী নীলা বোস আর কর্মজীবী মা বীথি রহমান শহরের তিন প্রান্তের তিন বয়সী নারী এক হয় একটি অভিন্ন লক্ষ্য অর্জন করতে। যে লক্ষ্য অর্জন করতে তাদের ভাঙতে হবে আইন, হতে হবে ‘ক্রিমিনাল’।