প্রতিকূলতার পাহাড় ভেঙে ছুটছেন তারা দুই চাকায়

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ০৮ মার্চ ২০২৪, ০৯:৫০

সংসারের চাকা ঘোরাতে বেছে নিয়েছিলেন দুই চাকার বাহন, কণ্টকাকীর্ণ পথ মাড়িয়ে ছুটেছেন সমালোচনার দেয়াল ভেঙে, সেই পথেই এখন অনেকে চলছেন দুর্বার গতিতে।


যে সমাজে মেয়েদের একলা চলা ‘নিরাপদ নয়’, পথ-ঘাটে নানান ভয়, সেই ভয়-ডর তুচ্ছ করেই জয় করছেন সব প্রতিকূলতা; দুই চাকার বাহন নিয়ে তারা ছুটছেন, কেউ কেউ আয় করছেন, সংসারে ভূমিকা রাখছেন।


একটা সময় ছিল, যখন কোনো নারী বাইক চালিয়ে গেলে রাস্তার মানুষ হা করে তাকিয়ে থাকত। দুই যুগ আগে তেমনই এক সময়ে বাইক চালিয়ে কর্মস্থলে আসা-যাওয়া শুরু করেন রোজেন মাহমুদ।


একসময় স্বামী অসুস্থ হয়ে পড়েন। জীবিকা আর সন্তানদের পড়ালেখার প্রয়োজনে এখনও বাইকই তার ভরসা।


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এই নারী বলেন, “২০১২ সালের দিকে সমস্যা শুরু হয়, সংসারের হাল একাই ধরতে হয়। পরিবার নিয়ে তখন চলে যাই বড় বোনের বাসায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us