ওপেনএআই ও মাইক্রোসফটসহ বিভিন্ন কোম্পানির ইমেজ ক্রিয়েশন টুলে যে ধরনের কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি ব্যবহার করা হয়, তা থেকে নির্বাচন বা ভোট সংশ্লিষ্ট ভুল তথ্য প্রচারের ঝুঁকি রয়েছে।
বুধবার প্রকাশিত এক প্রতিবেদনে গবেষকরা বলেছেন, বিভ্রান্তিকর কনটেন্ট তৈরির বিরুদ্ধে বিভিন্ন কোম্পানির নিজস্ব নীতিমালা থাকলেও এমন শঙ্কার কথা উড়িয়ে দেওয়া যায় না।
অনলাইনে ঘৃণামূলক বক্তব্য মনিটরিং করা অলাভজনক সংস্থা ‘সেন্টার ফর কাউন্টারিং ডিজিটাল হেইট (সিসিডিএইচ)’ বিভিন্ন এআই টুল ব্যবহার করে এমন ছবি বানিয়েছে, যেখানে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে একটি হসপিটালের বিছানায় শুয়ে থাকতে দেখা গেছে বা নির্বাচনের কর্মীরা ভোটিং মেশিন ভেঙে ফেলছেন। ফলে, নভেম্বরে হতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে শঙ্কাও বাড়ছে।