কুমিল্লা সিটির মেয়র পদের উপ-নির্বাচনে টেবিল ঘড়ি মার্কার প্রার্থী মনিরুল হক সাক্কু গণসংযোগ করতে ২৬ নম্বর ওয়ার্ডে গেলে তার সঙ্গে দেখা হয় সরাফত আলীর।
প্রার্থী চলে যাওয়ার পর মহিশপুরের একটি ধান মাড়ানোর মাঠে স্থানীয় কয়েকজনের সঙ্গে বসে সেই আলাপ করছিলেন অশীতিপর এই বৃদ্ধ; ভোটের দিন কেমন যাবে সেটাই ছিল তাদের আলোচনার বিষয়।
যৌবনে কৃষি আর যোগালির কাজ করে সংসার চালাতেন সরাফত, এখন সন্তানদের উপার্জনে নিজের শেষ জীবন কাটাচ্ছেন।
ভোটের কী অবস্থা– এমন প্রশ্নে উত্তর দিতে প্রথমে কিছুটা দ্বিধা করলেও পরে মুখ খোলেন বৃদ্ধ। বলেন, “এখন তো পরিবেশ ভালোই দেখছি। ভোটের দিন কী হবে, এখনও জানি না।”
ভোটের দিন নিয়ে শঙ্কা কেন? সরাফত আলী বললেন, “হুমকি-ধামকি দিচ্ছে, যেন কেন্দ্রে না যায়।”