চলতি মাসের মাঝামাঝি সময় পর্যন্ত রাত ও দিনের তাপমাত্রা ওঠানামার মধ্য দিয়ে যেতে পারে। এরপর দিনের তাপমাত্রা ক্রমেই বেড়ে মাসের শেষের দিকে দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বইতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
একদিনের ব্যবধানে দেশের বিভিন্ন অঞ্চলে রাতের তাপমাত্রা আরও সামান্য কমেছে। বৃহস্পতিবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ছিল কিশোরগঞ্জের নিকলিতে। বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।
ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ২০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস থেকে কমে হয়েছে ১৬ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
দেশের বিভিন্ন স্থানে বিশেষ করে উত্তরাঞ্চলে এখনও শীতের অনুভূতি রয়েছে, যদিও বসন্তের প্রথম মাস শেষ হতে চলেছে। বৃহস্পতিবার (৭ মার্চ) ফাল্গুনের ২৩ তারিখ।