ঢাকার বিভিন্ন কম্পিউটার বাজারে এ সপ্তাহে কম্পিউটারের বিভিন্ন যন্ত্রাংশের দরদাম একই রকম থাকলেও চাহিদার তুলনায় হার্ডডিস্ক ড্রাইভ ও সলিড স্টেট ড্রাইভ (এসএসডি) সরবরাহে কিছুটা ঘাটতি দেখা গেছে। ঢাকার একাধিক কম্পিউটার বাজার ঘুরে উল্লেখযোগ্য পণ্যগুলোর দাম সংগ্রহ করেছেন তাসনিম মাহফুজ।
প্রসেসর
ইন্টেল: কোর আই ৯ [৬.০০ গিগাহার্টজ (গি.হা.)] ১৪ প্রজন্ম ৭৩ হাজার ৫০০ টাকা, কোর আই ৯ (৫.৮০ গি.হা.) ১৩ প্রজন্ম ৬৭ হাজার টাকা, কোর আই ৭ (৫.৬০ গি.হা.) ১৪ প্রজন্ম ৫২ হাজার ৫০০ টাকা, কোর আই ৭ (৫.৪০ গি.হা.) ১৩ প্রজন্ম ৪৩ হাজার ৫০০ টাকা, কোর আই ৫ (৫.৩০ গি.হা.) ১৪ প্রজন্ম ৩৯ হাজার ৫০০ টাকা, কোর আই ৫ (৪.৬০ গি.হা.) ১৩ প্রজন্ম ২৬ হাজার ২০০ টাকা এবং কোর আই ৩ (৪.৫০ গি.হা.) ১৩ প্রজন্ম ১৩ হাজার ৫০০ টাকা।
এএমডি: রাইজেন ৯ ৭৯০০এক্স (৪.৭০-৫.৬০ গি.হা.) ৪৯ হাজার ৫০০ টাকা, রাইজেন ৭ ৫৭০০জি (৩.৮-৪.৬ গি.হা.) ২০ হাজার টাকা, রাইজেন ৭ ৭৭০০এক্স (৪.৫০-৫.৪০ গি.হা.) ৩৩ হাজার ৫০০ টাকা এবং রাইজেন ৫ ৫৬০০জি (৩.৯০-৪. ৪০ গি.হা.) ১৫ হাজার ২০০ টাকা।