৭ মার্চ ১৯৯৪
দ্বিতীয় প্রজন্মের পেন্টিয়াম প্রসেসর ছাড়ে ইন্টেল
পেন্টিয়াম সিরিজের দ্বিতীয় প্রজন্মের পেন্টিয়াম টু প্রসেসর বাজারে ছাড়ে শীর্ষ প্রসেসর নির্মাতা ইন্টেল করপোরেশন। এই প্রসেসরে মোবাইল ডিক্সন কেসে ৭৫ লাখ ট্রানজিস্টরের সমাবেশ ঘটায় ইন্টেল। ডিক্সনের ছিল ২৫৬ কিলোবাইট অন–ডাই এল–২ ক্যাশ। ২০০৩ সালের ডিসেম্বর পর্যন্ত বাজারে ছিল পেন্টিয়াম টু প্রসেসর। পরে এর উত্তরসূরি হিসেবে ইন্টেল বাজারে আনে পেন্টিয়াম থ্রি ও সেলেরন প্রসেসর।