ইয়েমেন উপকূলের লোহিত সাগরে হুতিদের ক্ষেপণাস্ত্র হামলায় একটি বাণিজ্যিক জাহাজের তিন নাবিক নিহত হয়েছেন, জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ।
গাজার ফিলিস্তিনিদের সমর্থনে ইয়েমেনের হুতিরা বিশ্বের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক রুট লোহিত সাগর ও সংলগ্ন অঞ্চলে ইসরায়েলের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন জাহাজে হামলা শুরু করার পর থেকে এই প্রথম নিহত হওয়ার ঘটনা ঘটল।
রয়টার্স জানিয়েছে, ইয়েমেনের এডেন বন্দরের উপকূল থেকে প্রায় ৫০ নটিক্যাল মাইল দূরে বার্বাডোসের পতাকাবাহী, গ্রিসের মালিকানাধীন ‘ট্রু কনফিডেন্স’ জাহাজে হামলাটি হয় আর তাতে আগুন ধরে যায়। হুতিরা হামলার দায় স্বীকার করেছে।