You have reached your daily news limit

Please log in to continue


কম্পিউটারে মাইকেঞ্জেলো ভাইরাসের আক্রমণ

৬ মার্চ ১৯৯২
কম্পিউটারে মাইকেঞ্জেলো ভাইরাসের আক্রমণ

ইন্টারনেট–পূর্ব যুগে মাইকেঞ্জেলো ( Michaelangelo) নামের কম্পিউটার ভাইরাস ছড়িয়ে পড়ে। ইতিহাসে একে প্রথম প্রকাশ্য ম্যালওয়্যার সংক্রমণ বলে ধরা হয়। মাইকেঞ্জেলো ভাইরাস কম্পিউটার নিরাপত্তার দিক থেকে একটি বাঁকবদলের ঘটনা। ১৯৯২ সালের ৬ মার্চ বিখ্যাত ইতালীয় ভাস্কর, চিত্রশিল্পী, স্থপতি ও কবি মাইকেঞ্জেলোর জন্মদিনে তাঁর নামে তৈরি করা এই ভাইরাস কম্পিউটারে ছড়িয়ে পড়ে। ৫০ লাখ কম্পিউটার মাইকেঞ্জেলো ভাইরাসের সংস্পর্শে আসে বলে জানা যায়। তবে কয়েক হাজার কম্পিউটার এই ভাইরাসে আক্রান্ত হয়েছিল। মাইকেঞ্জেলো নামের ক্ষতিকর প্রোগ্রাম বা ভাইরাসের কারণে আক্রান্ত কম্পিউটারগুলোর বায়োসের তথ্য মুছে গিয়েছিল।

৬ মার্চ ১৯৩৯
বহনযোগ্য কম্পিউটারের উদ্ভাবক অ্যাডাম অসবোর্নের জন্ম

বহনযোগ্য কম্পিউটারের উদ্ভাবক অ্যাডাম অসবোর্ন ভারতের কোদাইকানালে জন্মগ্রহণ করেন। তিনি ভারতীয় বংশোদ্ভূত ব্রিটিশ–আমেরিকান লেখক এবং বই ও সফটওয়্যার প্রকাশকও ছিলেন। অসবোর্ন যুক্তরাষ্ট্রসহ একাধিক দেশে নানা কোম্পানি প্রতিষ্ঠা করেছেন। ১৯৮১ সালের এপ্রিলে অ্যাডাম অসবোর্নের তৈরি প্রথম বাণিজ্যিক বহনযোগ্য কম্পিউটার অসবোর্ন–১ বাজারে আসে। ১৯৭৫ সালের দিকে শুরু হওয়া হোমব্রিউ কম্পিউটার ক্লাবের সভা থেকে পরিচিতি পান অ্যাডাম অসবোর্ন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন