অ্যানেসথেসিয়া নিয়ে কয়দিন আগে দেশে যে তোলপাড় হলো, তাতে একটা উপকার হয়তো হলো। অ্যানেসথেসিয়া বিষয়টা কী এবং এটা কেন গুরুত্বপূর্ণ, সেটা মানুষ কিছুটা হলেও বুঝতে পারল। যদিও তাতে স্বজন হারানো মানুষের বেদনা একটুও কমবে না, বরং হয়তো বাড়বে। কেন একজন দক্ষ অ্যানেসথেটিস্ট ছিল না সেই প্রিয়মুখটিকে বেঁচে থাকার মতো নিশ্বাস দিতে!
অ্যানেসথেসিয়া চিকিৎসাবিজ্ঞানের অন্য দশটা বিষয়ের মতোই একটা বিষয়। কম জটিল নয়, আবার বেশি কঠিনও নয়। অন্য সব বিষয়ে (ধরুন মেডিসিন, সার্জারি, কার্ডিওলজি ইত্যাদি) যেমন বেশ কয়েক বছর প্রশিক্ষণ, বিস্তর লেখাপড়ার সঙ্গে হয়তো খানিকটা গবেষণা, বেশ কঠিন কিছু পরীক্ষায় পাস করে বিশেষজ্ঞ হতে হয়, অ্যানেসথেসিয়াতেও তা–ই।