সিরাজগঞ্জে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের সেই শিক্ষক তদন্ত কমিটির কাছে স্বীকার করেছেন যে তিনিই শিক্ষার্থীকে গুলি করেছেন। তবে তা অনিচ্ছাকৃত বলে দাবি করেছেন তিনি।
তদন্ত কমিটি সূত্রে বিষয়টি জানা গেছে।
ছাত্রকে গুলি করার ঘটনায় গতকাল সোমবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক বায়জীদ খুরশীদকে প্রধান করে তিন সদস্যের কমিটি করা হয়। কমিটির সদস্যরা আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে মেডিকেল কলেজটিতে গিয়ে তদন্ত কার্যক্রম শুরু করেন। তাঁরা থানায় গিয়ে রায়হান শরীফ নামের ওই শিক্ষকের সঙ্গেও কথা বলেন।
তদন্ত কমিটি সূত্রে জানা যায়, শিক্ষক রায়হান জানিয়েছেন যে তাঁর কাছে দুটি আগ্নেয়াস্ত্র ছিল, দুটোই পিস্তল। সে দুটির লাইসেন্স নেই। বিভিন্ন সময় আগ্নেয়াস্ত্র প্রদর্শনের বিষয়টি তিনি স্বীকার করেছেন। শিক্ষার্থীদের রাতে ফোন করার বিষয়ে জানতে চাইলে শিক্ষক রায়হান তদন্ত কমিটিকে বলেছেন, এটা তিনি করতেন শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করার জন্য।