হিসাবটা পরিষ্কারই ছিল। জয়ের সমীকরণ মিলিয়ে নিতে জাকের আলীর দরকার ছিল আরও একটি ছক্কা। শ্রীলঙ্কার ২০৭ রানের দূরের লক্ষ্যটাকে তখন একদমই কাছের মনে হতো। রান আর বলের মধ্যে পার্থক্য থাকত না। এক-দুই রানেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচটি জিতে যেতে পারত বাংলাদেশ।
কিন্তু স্মরণীয় সে জয়ের স্বাদ আর পাওয়া হলো না বাংলাদেশের। জাকের ছক্কা মারার চেষ্টা করলেন ঠিকই, কিন্তু দাসুন শানাকার বলটাকে বাউন্ডারির ওপারে পাঠাতে পারলেন না। লং অন বাউন্ডারির একটু সামনে থেকেই চারিত আসালাঙ্কার ক্যাচে থামল তাঁর ৩৪ বলে ৬৮ রানের অবিশ্বাস্য ইনিংস। বাংলাদেশ থেমে যায় ৮ উইকেটে ২০৩ রানে। ৩ রানের হারে উল্টো শ্রীলঙ্কাই সিরিজে এগিয়ে গেল ১-০ ব্যবধানে।