ছিনিয়ে নেওয়া দুই জঙ্গি ১৫ মাসেও গ্রেপ্তার হননি

প্রথম আলো প্রকাশিত: ০৪ মার্চ ২০২৪, ১৯:৪১

ঢাকার আদালত প্রাঙ্গণে পুলিশি হেফাজত থেকে ছিনিয়ে নেওয়া দুই জঙ্গি ১৫ মাসেও গ্রেপ্তার হননি। এ ঘটনায় করা মামলার তদন্ত করছে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। তারা বলছে, পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নেওয়া দুই জঙ্গি দেশেই রয়েছেন। তাঁদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।


২০২২ সালের ২০ নভেম্বর ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (সিজেএম) আদালতের সামনে হামলা চালিয়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত জঙ্গি মইনুল হাসান শামীম ওরফে সিফাত সামির ও মো. আবু ছিদ্দিক সোহেল ওরফে সাকিবকে ছিনিয়ে নেন অন্য জঙ্গিরা। এ ঘটনায় ২০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।


তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, ঢাকা থেকে পালিয়ে জঙ্গিরা কিছুদিন নারায়ণগঞ্জে ছিলেন। সেখানে অভিযান চালানোর আগে সাভারে গিয়ে বসবাস শুরু করেন। পরে পুলিশের অভিযানের আগে সেখান থেকেও পালিয়ে যান তাঁরা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us