ভারতীয় পণ্য বয়কটের আহ্বানে লিফলেট বিতরণ ১২ দলীয় জোটের

ঢাকা পোষ্ট প্রকাশিত: ০৩ মার্চ ২০২৪, ২০:২৯

বাংলাদেশের নির্বাচনে ভারতের প্রভাব বিস্তার ও তাদের ইন্ধনে ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার আরও বেপরোয়া হয়ে উঠেছে বলে অভিযোগ করেছেন ১২ দলীয় জোটের নেতারা। তারা দাবি করেছেন, প্রতিবেশী দেশের ইন্ধনে আওয়ামী লীগ আরও বেপরোয়া হয়ে উঠেছে। এমতাবস্থায় দেশ ও জনগণের স্বার্থে অবিলম্বে আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে হবে। একইসঙ্গে ভারতীয় পণ্য বর্জন করতে হবে।


রোববার (৩ মার্চ) বিকেলে রাজধানীর নয়াপল্টনে পলওয়েল মার্কেট ও সংলগ্ন এলাকায় ‘ভারতীয় পণ্য বর্জন ও আগ্রাসন প্রতিরোধে রুখে দাঁড়ান’ শীর্ষক লিফলেট বিতরণকালে জোটের শীর্ষ নেতারা এ কথা বলেন।


১২ দলীয় জোটের নেতারা বলেন, গুম, খুন ও ডামি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা জবরদখলকারী আওয়ামী লীগ সরকার আরও বেশি মাত্রায় দুর্নীতি করার লক্ষ্যে বিদ্যুতের দাম বাড়িয়েছে। দেশের সাধারণ মানুষের পকেট কেটে সরকারি দলের লোকজন বিত্ত-বৈভবের মালিক হচ্ছেন। তাদের লুটেরা সিন্ডিকেটের কারণে দ্রব্যমূল্য লাগামহীন বাড়ছে। আর সাধারণ মানুষের জীবনে নাভিশ্বাস উঠেছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us