সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির গত দুই বছরের ভোট নিয়ে অনেক অভিযোগ আছে। এরমধ্যে ২০২৩ সালের নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের ধাওয়া-পাল্টা ধাওয়া উচ্চ আদালত এলাকায় উত্তাপ ছড়িয়েছিল। নির্বাচনের প্রথমদিন সুপ্রিম কোর্ট বারে প্রবেশ করে আইনজীবী ও সাংবাদিকদের ওপর লাঠিচার্জ করেছিল পুলিশ। এ ঘটনা বেশ আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছিল। এর আগের বছরও বারের সম্পাদকের ভোট নিয়ে উঠেছিল বিতর্ক।
এজন্য সুপ্রিম কোট বারের আগামী নির্বাচন (২০২৪-২৫) নিয়ে সর্বোচ্চ আদালতের আইনজীবীদের মধ্যে রয়েছে শঙ্কা ও উৎকণ্ঠা। তফসিল অনুযায়ী নির্বাচন আগামী ৬ ও ৭ মার্চ। ভোট কেমন হবে প্রশ্ন তুললেই বলা হয়, দেখি এবার কী হয়, গত দুই বছরের মতো হবে নাতো? ভোট দিতে পারবো তো, এমন প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আইনজীবীদের মধ্যে।