নির্ধারিত সময় পেরিয়ে গেলেও সুনামগঞ্জের হাওরের ফসলরক্ষা বাঁধের কাজ শেষ হয়নি। বাঁধ নির্মাণকাজের নির্ধারিত সময় ছিল ১৫ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি। এ অবস্থায় আরও এক সপ্তাহ সময় বাড়ানোর আবেদন করেছে পানি উন্নয়ন বোর্ড-পাউবো।
সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় পাগনা, হালি, মহালিয়া হাওরসহ একাধিক হাওর ঘুরে এই চিত্র দেখা যায়, মাটির কাজের পাশাপাশি ঝুঁকিপূর্ণ বাঁধে বাঁশ, বস্তা, জিওটেক্স, কমপেকশন বাকি রয়েছে।
একই চিত্র শাল্লা, দিরাই, ধর্মপাশা, শান্তিগঞ্জ, জগন্নাথপুর, বিশ্বম্ভরপুরসহ সব হাওরেই।
এবার হাওরে ২ লাখ ২৩ হাজার হেক্টর জমিতে বোরো আবাদ হয়েছে। যথাসময়ে বাঁধের কাজ শেষ না হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় কৃষকরা।
এ বাঁধ রক্ষার কাজ আদৌ সম্পন্ন করা হবে কি-না; তা নিয়েও সন্দিহান স্থানীয়রা। সরজমিনে গিয়ে কৃষকদের সঙ্গে কথা হলে তারা জানান, কাজ এখনও ৪০ ভাগের মত বাকি রয়েছে। তবে কাজ শেষ হয়নি স্বীকার করে এক সপ্তাহ সময় বাড়ানোর আবেদন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।