র্যাকেট হাতে বিভিন্ন খেলোয়াড়ের দুর্দান্ত পারফরম্যান্স আমরা অহরহই দেখে থাকি। কিন্তু কখনো ঝাড়ু দিয়ে ব্যাডমিন্টন খেলতে দেখেছেন কি? সম্প্রতি নেটদুনিয়ায় ভাইরাল হয়েছে তেমনই এক আশ্চর্যজনক ভিডিও।
সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি ব্যাডমিন্টন কোর্টে খেলছেন দুজন খেলোয়াড়। তাদের জমে ওঠা ম্যাচের মধ্যেই ঢুকে পড়েন আরেক ব্যক্তি। কিন্তু র্যাকেট নয়, তার হাতে ছিল ঝাড়ু।
তিনি কোর্টে ঢুকেই ঝাড়ু দিতে শুরু করেন। তবে খেলায় ব্যাঘাত ঘটায় ওই ব্যক্তিকে ইশারায় সরে যেতে বলেন একজন খেলোয়াড়। কিন্তু সেই যুবক না বেরিয়ে উল্টো ওই খেলোয়াড়কেই বেরিয়ে যেতে বলেন এবং এরপর ঝাড়ুর সাহায্যে নিজেই ব্যাডমিন্টন খেলতে শুরু করেন।