পার্ক পরিষ্কারের কাজে ২০০ ছাগল

প্রথম আলো প্রকাশিত: ০২ মার্চ ২০২৪, ১৬:২৪

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের একটি পার্কে প্রচুর আগাছা জন্মেছে। এই আগাছা পরিষ্কারের জন্য নিয়ে আসা হয়েছিল প্রায় ২০০ ছাগল। এদের কাজ ছিল পার্কের আগাছা খেয়ে পরিষ্কার করা। কিন্তু এরা থাকার জায়গার বেষ্টনী থেকে পালিয়ে আর্লিংটন শহরের আশপাশের এলাকায় ঘুরে বেড়াচ্ছিল। গত মঙ্গলবার এ ঘটনা ঘটে।


আর্লিংটন পুলিশ বিভাগ বলছে, নগর কর্তৃপক্ষ পার্কের আগাছা পরিষ্কার করতে এসব ছাগল এনেছিল। আশা ছিল ক্রিস্টাল ক্যানিয়ন ন্যাচারাল এরিয়া থেকে পয়জন আইভি, পয়জন ওকসহ আগাছা খেয়ে ফেলবে তারা। এসব গাছের পাতা গায়ে লাগলে চুলকায়, লাল রেশ পড়ে, এমনকি ফোসকাও পড়ে। পানিনিষ্কাশন ও দাবানলের ঝুঁকি এড়াতে এসব আগাছা পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়। কিন্তু এগুলো যেভাবেই হোক বেড়া টপকে বেরিয়ে গেছে।






সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us