চীন সফরের প্রস্তুতি ম্যাচ দিয়ে কোপা আমেরিকায় খেলতে নামার কথা ছিল আর্জেন্টিনার। কিন্তু ইন্টার মায়ামির হয়ে মেসি হংকং একাদশের বিপক্ষে ম্যাচ না খেলায় বিশ্বকাপজয়ীদের সফরটি বাতিল হয়ে যায়। এতে কিছুটা বিপদে পড়েছিল তারা।
তবে চীন সফর বাতিল হলেও যুক্তরাষ্ট্রে প্রস্তুতি ম্যাচের ব্যবস্থা করেছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন। চলতি মাসে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে এল সালভাদর ও কোস্টারিকার বিপক্ষে। ম্যাচ দুটি সামনে রেখে গতকাল দল ঘোষণা করেছে আলবিসেলেস্তারা।