‘আমরা মেসিকে বেশি খাটাচ্ছি’—বললেন মায়ামি কোচ মার্তিনো

প্রথম আলো প্রকাশিত: ০২ মার্চ ২০২৪, ১৫:৩৪

লিওনেল মেসির কাছ থেকে অনেক বেশি প্রত্যাশা করছে ইন্টার মায়ামি—কথাটা মায়ামিরই কোচ জেরার্দ মার্তিনোর। মেজর লিগ সকারে (এমএলএস) আগামীকাল বাংলাদেশ সময় দিবাগত রাত সাড়ে তিনটায় ‘ফ্লোরিডা ডার্বি’তে অরল্যান্ডো সিটির মুখোমুখি হবে মায়ামি। তার আগে গতকাল সংবাদকর্মীদের এ কথা বলেন মার্তিনো।


এমএলএসে এবার নিজেদের প্রথম দুই ম্যাচে অপরাজিত মায়ামি। রিয়াল সল্ট লেকের বিপক্ষে জয়ের পর গত রোববার লস অ্যাঞ্জেলস গ্যালাক্সির বিপক্ষে মেসির গোলে ড্র করে মার্তিনোর দল। চলতি মাসে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে ব্যস্ত সূচি ৩৬ বছর বয়সী মেসির সামনে। মার্তিনো তাই বলেছেন, আটবার ব্যালন ডি’অরজয়ী মেসির ওপর থেকে খেলার চাপ কমানো প্রয়োজন। অন্যভাবে বললে, সব ম্যাচেই মেসিকে না খেলিয়ে মায়ামির একটা ভিন্ন পথ বের করা প্রয়োজন বলে মনে করেন মার্তিনো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us