বাড়িতে কুকুর আনা আপনার সিদ্ধান্ত। তবে এই সিদ্ধান্ত নেওয়ার আগে নিচের এ সাতটি তথ্য জেনে রাখা দরকার। কেননা, ওর যত্নের যেন কোনো ত্রুটি না হয়, সেটি নিশ্চিত করা আপনার দায়িত্ব।
১. কুকুরের বিভিন্ন জাত নিয়ে খোঁজখবর নেওয়া
সারা পৃথিবীতে কুকুরের স্বীকৃত জাত আছে ৩৬০টির মতো। তবে মিশ্র কয়েকটি জাতসহ বিজ্ঞানীদের জানাশোনার বাইরের সবগুলো জাত নিয়ে গুনতে বসলে এই সংখ্যা হাজারের ঘরে গিয়ে ঠেকবে। পোষা কুকুর বাড়িতে আনার আগে কুকুরের স্বীকৃত জাতগুলো নিয়ে একটু লেখাপড়া করে নিলে ভালো হয়।
বিভিন্ন জাতের কুকুরের বৈশিষ্ট্য ও চরিত্র বিভিন্ন রকমের হয়ে থাকে। জাত নিয়ে জানাশোনা থাকলে আপনার বাড়ির পরিবেশ বিবেচনায় কোন জাতের কুকুরটি উপযুক্ত হবে, বুঝতে পারবেন। এ ক্ষেত্রে কুকুরের আকার এবং এর কী কী প্রয়োজন, সেগুলো বিবেচনায় আনুন। পোষা কুকুরটির যে জাতই পছন্দ করুন না কেন, সেটি যেন আপনার স্বাভাবিক জীবনযাপনে কোনোরূপ বাধার সৃষ্টি না করে, সেটি খেয়াল রাখবেন।