ফাউল, লাল কার্ড, হলুদ কার্ড...সবই বেশি লা লিগায়

প্রথম আলো প্রকাশিত: ০১ মার্চ ২০২৪, ১২:০৭

ব্রাজিল, বলিভিয়া আর উরুগুয়ে—দেশ তিনটির বড় মিল, সব কটিরই অবস্থান দক্ষিণ আমেরিকায়। ক্লাব ফুটবলের সাম্প্রতিক এক পরিসংখ্যান বলছে, সবচেয়ে বেশি ফাউল, হলুদ কার্ড আর লাল কার্ডের ঘটনাও ঘটে এই তিন দেশের লিগে। তবে আয়োজনে, অর্থে আর জনপ্রিয়তায় সবচেয়ে এগিয়ে যে পাঁচ লিগ, সেখানে ১ নম্বরে স্পেনের লা লিগা।


সুইজারল্যান্ডভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান সিআইইএস ফুটবল অবজারভেটরির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে।


গত বছর বিশ্বজুড়ে হওয়া ৭১টি লিগের তথ্য বিশ্লেষণ করে ফাউল, কার্ডসংখ্যা এবং যোগ করা সময়ের হিসাব তুলে ধরেছে সিআইইএস। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে ম্যাচপ্রতি ৫টি হলুদ কার্ড দেখানো হয়েছে লা লিগায়। এই লিগে গড়ে ফাউল ছিল ২৫.৬৫টি। সব মিলিয়ে রেফারিদের লাল কার্ড দেখাতে হয়েছে প্রতি ম্যাচে গড়ে ০.৩১টি। হলুদ ও লাল কার্ড এবং ফাউলের সংখ্যায় পাঁচ লিগের মধ্যে লা লিগাই সবার ওপরে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us