দেশের হাসপাতালগুলোয় প্রতি বছর চিকিৎসাধীন অবস্থায় বহু রোগীর মৃত্যু হচ্ছে। বিশ্বের সবখানেই হাসপাতালে মৃত রোগীদের ডেথ রিভিউ বা মৃত্যু পর্যালোচনাকে অতিগুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়। যদিও বাংলাদেশের কোনো স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানেই তা পূর্ণাঙ্গ বিজ্ঞানসম্মত ও যথাযথভাবে করা হচ্ছে না বলে অভিযোগ রয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, যথাযথ ডেথ রিভিউ না হওয়ায় অনেক ক্ষেত্রেই চিকিৎসায় ত্রুটি থেকে গেলেও তা শনাক্ত হচ্ছে না। একই সঙ্গে কঠিন হয়ে পড়ছে পরবর্তী রোগীর মৃত্যু প্রতিরোধ ও চিকিৎসার সঠিক পদ্ধতি নির্ধারণও।
সারা দেশের হাসপাতালগুলোয় প্রতি বছর কত রোগীর মৃত্যু হয় সে বিষয়ে পূর্ণাঙ্গ ও সঠিক কোনো পরিসংখ্যানও পাওয়া যায় না। সরকারি হাসপাতালগুলোয় মৃতের পরিসংখ্যান পাওয়া গেলেও বেসরকারি হাসপাতালের তথ্য কারো কাছে নেই। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, দেশে প্রতি বছর চিকিৎসাধীন অবস্থায় শুধু সরকারি হাসপাতালগুলোয়ই অন্তত সোয়া লাখ রোগীর মৃত্যু হয়। তবে এসব মৃত্যুর সঠিক পূর্ণাঙ্গ ক্লিনিক্যাল বিশ্লেষণ ও এ-সংক্রান্ত কোনো জাতীয় তথ্যভাণ্ডারও নেই বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।