বিশ্বব্যাপী পুনর্ব্যবহারযোগ্য নানা ধরনের ব্যাটারি নিয়ে গবেষণা চলছে। গতানুগতিক প্রযুক্তির বদলে ভিন্ন প্রযুক্তি ব্যবহার করে নতুন ধরনের ব্যাটারি উদ্ভাবন করেছেন একদল বিজ্ঞানী, যাকে ওয়াটার ব্যাটারি বলা হচ্ছে। এই ব্যাটারিতে আগুন ধরবে না। এমনকি বিস্ফোরিতও হবে না। বিজ্ঞানীরা জৈব ইলেকট্রোলাইট প্রতিস্থাপনের পাশাপাশি পানি ব্যবহার করে ব্যাটারিটির টার্মিনালের মধ্যে বৈদ্যুতিক প্রবাহ তৈরি করেছেন। নতুন এ ব্যাটারিকে লিথিয়াম-আয়ন ব্যাটারির সমকক্ষ হিসেবে বিবেচনা করা হচ্ছে।
অস্ট্রেলিয়ার আরএমআইটি বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা এই ব্যাটারি আবিষ্কার করেছেন। লিথিয়াম-আয়ন শক্তির ব্যাটারি বাজারে আধিপত্য বিস্তার করছে। এ বিষয়ে বিজ্ঞানী তিয়ানই মা বলেন, ‘আমাদের ওয়াটার ব্যাটারি জলীয় শক্তি স্টোরেজ ডিভাইস হিসেবে কাজ করছে। ব্যাটারি প্রযুক্তির কর্মক্ষমতা ও জীবনকালকে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করবে এই ব্যাটারি। আমাদের তৈরি ব্যাটারিটি মূলত জলীয় ধাতুনির্ভর আয়ন ব্যাটারি। আর তাই এই ব্যাটারিকে ওয়াটার ব্যাটারি বলতে পারি আমরা। এসব ব্যাটারিতে জৈব ইলেকট্রোলাইট প্রতিস্থাপন করতে পানি ব্যবহার করা হয়েছে।