মাত্র দু’দিন আগেই নিজের ৬০তম জন্মদিন পালন করেছেন আইসিসির তিনবারের বর্ষসেরা আম্পায়ার মারাইস ইরাসমাস। যদিও তখন তিনি জন্মভূমি দক্ষিণ আফ্রিকা থেকে সাড়ে ১১ হাজার কিলোমিটার দূরে অবস্থান করছিলেন। নিউজিল্যান্ডের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান টেস্ট সিরিজে দায়িত্ব পালন করছেন ইরাসমাস। যার মাধ্যমে এই প্রোটিয়া আম্পায়ারিং ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দিয়েছেন।
২০০৬ সাল থেকে আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করে আসা এই আম্পায়ার ক্রিকেটের আলোচিত অনেক ঘটনার সাক্ষী। তার মধ্যে সাম্প্রতিক অতীতে অনেক আলোচনার জন্ম দেওয়া ইরাসমাসের একটি সিদ্ধান্ত ছিল অ্যাঞ্জেলো ম্যাথিউসের ‘টাইমড আউট’। সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ-শ্রীলঙ্কার ম্যাচে এই অলরাউন্ডার নির্ধারিত সময়ের মধ্যে ক্রিজে এসে বল মোকাবিলার জন্য প্রস্তুত ছিলেন না। ফলে তৎকালীন টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের আবেদনে সাড়া দিয়ে ম্যাথিউসকে টাইমড আউট দেন ইরাসমাস।