দীর্ঘদিনের প্রেমিক রুদ্রইয়াশ যোশিকে বিয়ে করেছেন ‘ইশকবাজ’-এর মতো আলোচিত হিন্দি ধারাবাহিকের অভিনেত্রী নেহালক্ষ্মী আইয়ার। ইনস্টাগ্রাম থেকে নেওয়া ছবিতে বিয়ের আয়োজন থেকে ঘুরে আসা যাক।
গতকাল সোমবার দক্ষিণ ভারতীয় ও মহারাষ্ট্রের রীতি মেনে বিয়ে সেরেছেন তাঁরা। বিয়েতে আমন্ত্রিত অতিথি হিসেবে ‘ইশকবাজ’ ধারাবাহিকের সহশিল্পীদের মধ্যে শ্রেনু পারিখ, সুরভি চন্দনাসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।