কক্সবাজারের টেকনাফ সীমান্তে নাফ নদীর ওপার থেকে মিয়ানমারের অভ্যন্তর থেকে আবার তীব্র বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ ভেসে এসেছে। সেইসঙ্গে কালো ধোঁয়া দেখেছেন সীমান্তের বাসিন্দারা।
সোমবার সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত উপজেলার হোয়াইক্যংয়ের পার্শ্ববর্তী মিয়ানমার এলাকায় থেমে থেমে বিস্ফোরণের শব্দ শোনার কথা জানিয়েছেন সীমান্ত এলাকায় বসবাসরতরা।
হোয়াইক্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নূর মোহাম্মদ আনোয়ারী বলেন, “সকাল ১০টা থেকে বিকাল সাড়ে ৩টা পর্যন্ত আবারও মর্টারশেল ও গুলির শব্দ শোনা গেছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন বাসিন্দারা।