নিলাম জটিলতায় নিঃশেষ হচ্ছে কোটি কোটি টাকার গাড়ি-নৌযান-যন্ত্রাংশ

ঢাকা পোষ্ট প্রকাশিত: ২৬ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৪৪

বরগুনায় বছরের পর বছর পড়ে আছে বিভিন্ন দপ্তরের কোটি কোটি টাকা মূল্যের পুরনো গাড়ি, নৌযানসহ বিভিন্ন ধরনের যন্ত্রাংশ। নিলাম জটিলতায় পড়ে থেকে নিঃশেষ হয়ে যাচ্ছে। এদিকে সরকারি সম্পদ এভাবে নষ্ট হওয়ায় অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ। 


সরেজমিনে বরগুনার সদর রোড সংলগ্ন জেলা প্রশাসকের নৌযান ঘাট ঘুরে দেখা যায়, বহু বছর ধরে অকেজো হয়ে পড়ে আছে কোটি কোটি টাকার সমমূল্যের স্পিড বোট। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের মাধ্যমে দ্রুত সময়ে নিলাম না হওয়ায় ঘাটে পড়ে থাকা এসব নৌযান এখন ধ্বংসের পথে। একই অবস্থা দেখা যায় বরগুনা পৌরসভায়। যথা সময়ে নিলাম না হওয়ায় পড়ে পড়ে নিঃশেষ হয়ে যাচ্ছে ট্রাকসহ বিভিন্ন ধরনের গাড়ি।


জেলার বিভিন্ন দপ্তরেও রয়েছে এমন চিত্র। যথাসময়ে ফেলে রাখা এসব গাড়ি, নৌযানসহ বিভিন্ন ধরনের যন্ত্রাংশের নিলাম না হওয়ায় রাষ্ট্রের অর্থে ক্রয় করা কোটি কোটি টাকা সমমূল্যের সম্পদ ধীরে ধীরে নিঃশেষ হয়ে যাচ্ছে‌। এতে অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us