গত এশিয়া কাপ এবং এক দিনের বিশ্বকাপে ব্যর্থতার পর সব বিদেশি কোচকে ছাঁটাই করেছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এরপরেই আসেন হাফিজ। তবে খেলোয়াড়ি জীবনে অগাধ জ্ঞানের জন্য প্রফেসর নাম পাওয়া এই ক্রিকেটার কোচ হিসেবে ছিলেন ব্যর্থ।
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে তাই আবার বিদেশি কোচদেরই দলের দায়িত্ব দিতে চাইছেন পিসিবি কর্তারা। পাকিস্তান ক্রিকেটের নতুন চেয়ারম্যান মহসিন নকভি দলের সাম্প্রতিক পারফরম্যান্স দেখে এমনই সিদ্ধান্ত নিয়েছেন। দেশি কোচদের অধীনে এর আগের রেকর্ড ভাল না থাকায়, পুরোপুরি বিদেশিনির্ভর চিন্তাভাবনা এখন পিসিবির।