পুলিশি বাধা উপেক্ষা করে হ্যাশট্যাগ ইন্ডিয়া আউট ইন্ডিয়া বয়কট মিছিল করেছে ১২ দলীয় জোট। শনিবার বেলা ১১ টায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে মিছিলের প্রস্তুতি নেওয়ার সময় পুলিশি বাধার মুখে পড়ে ১২ দলীয় জোটের পূর্বনির্ধারিত সমাবেশ।
পরে পুলিশের মারমুখী আচরণে সমাবেশটি বন্ধ হয়ে যায়। পুলিশ ১২ দল নেতাকর্মীদের জোটের ব্যানার ও ফেস্টুন কেড়ে নেয়। পরে নেতারা বিক্ষোভ মিছিল করেন।
রাজধানীর তোপখানা রোডে বিএমএ ভবনের সামনে শনিবার এই সমাবেশ পণ্ড হয়। পরে ১২ দলীয় জোটের বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্য রাখেন জোটের মুখপাত্র ও বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। তিনি ভারতীয় আগ্রাসন ও বাংলাদেশের রাজনীতিতে ভারতের নগ্ন হস্তক্ষেপের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেলিম জনগণকে ভারতীয় পণ্য বয়কটের আহ্বান জানান। তিনি বলেন,দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা রাজপথে থাকব।