অনেকের একাধিক হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকে। অনেক সময় পুরোনো অ্যাকাউন্টটি আর ব্যবহার করতে চাই না। তবে চাইলে অ্যাকাউন্টটি একেবারে ডিলিট করে দিয়ে নতুন করে হোয়াটসঅ্যাপ চালু করতে পারবেন। তাহলে আগের অ্যাকাউন্টে আর কেউ হোয়াটসঅ্যাপে খুঁজে পাবে না। তবে ডিলিট করার আগে অবশ্যই ফোন থেকে চ্যাট ব্যাকআপ ডেটা ডিলিট করে দিতে হবে।
যেভাবে ডিলিট করবেন-
- প্রথমে ফোনে ফাইল ম্যানেজার চালু করতে হবে।
- তারপর সেখানে হোয়াটসঅ্যাপ ফোল্ডার খুঁজে তার উপর ক্লিক করুন।
- হোয়াটসঅ্যাপের সাব-ফোল্ডারের একটা লম্বা তালিকা দেখতে পাবেন।
- এরপর ডেটাবেস ফাইল ট্যাপ করে অল্প সময় হোল্ড করুন। তাহলেই ডিলিট অপশন আসবে।
- এবার ডিলিট করে দিন সমস্ত ব্যাকআপ।