গত আসরে কাছে গিয়েও শিরোপা ছোঁয়া হয়নি সিলেট স্ট্রাইকার্সের। এবার সেই হতাশা ঘুচানোর সুযোগ ছিল তাদের সামনে। কিন্তু বাজে শুরুতে আসরের প্রথম ভাগেই প্লে অফের দৌড় থেকে ছিটকে যায় তারা। প্রথম ৫ ম্যাচের সবকটিতেই হেরেছিল তারা।
মাশরাফি বিন মর্তুজার নেতৃত্বে ৫ ম্যাচেও জয়ের মুখ না দেখা সিলেট ঘুরে দাঁড়ায় মোহাম্মদ মিঠুনের নেতৃত্বে। নিজেদের পরের ৭ ম্যাচে মিঠুনের অধীনে খেলে ২ হারের বিপরীতে ৫ ম্যাচে জয় পেয়েছে সিলেট। তাই পরিসংখ্যান বিবেচনায় মিঠুনকে সফলই বলতে হবে।
গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে নিজের অধিনায়কত্ব নিয়ে মিঠুন বলেন, 'আমার জন্য খুব একটা কঠিন মনে হয়নি (অধিনায়কত্ব)। এর আগেও আমি বেশকিছু টুর্নামেন্টে অধিনায়ক করেছি। নতুন কিছু মনে হয়নি। আমি চেষ্টা করেছি প্রত্যেক খেলোয়াড়কে একসাথে রাখতে। তাদের সুবিধাজনক পরিবেশ দিতে চেষ্টা করেছি। এই সাধারণ বিষয়গুলোই। মাঠ পরিচালনা কোন ম্যাজিক বা সাইন্স নয়। শুধু প্রক্রিয়া ঠিক থাকলে এবং সঠিক সময় সঠিক কাজ করলে আমার মনে হয় কাজটা সহজ হয়ে যায়।'