দেশে খতনা হয় কীভাবে, অজ্ঞান করা নিয়ে কী বলছেন চিকিৎসকরা

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:০৪

রোজায় স্কুল ছুটির মধ্যে শিশুর খতনা করানোর বিষয়ে ভাবছিলেন ঢাকার এক অভিভাবক। খোঁজ খবরও নিচ্ছিলেন পরিচিতরা তাদের সন্তানদের কোথায় খতনা করিয়েছেন, চিকিৎসক ও হাসপাতাল কেমন, কোথায় খরচ কত? তবে খতনা করাতে গিয়ে পরপর দুই শিশুর মৃত্যুর ঘটনায় এখন দ্বিধায় পড়ে গেছেন। 


তার মতো আরও এক অভিভাবক তাদের সাত বছরের একটু বেশি বয়সী সন্তানের খতনা করানো নিয়ে এখন চিন্তায় পড়েছেন।


বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, হাজামদের মাধ্যমে খতনা করানোর সেই পরিচিত পদ্ধতিতে যেতে চান না শিশুর ব্যাথা কমাতে বা সংক্রমণ বা ঘা হওয়া এড়াতে। চিকিৎসকদের মাধ্যমে হাসপাতালে করানোর কথাই বাসায় আলোচনা চলছিল। সেই ভাবনাতেও খটকা হয়ে দেখা দিয়েছে ঢাকার দুই হাসপাতালে খতনা করাতে গিয়ে অজ্ঞান করানোর পর দুই শিশুর মৃত্যুর ঘটনায়।


বিকল্প আরও কোনো উপায় আছে কি না খুঁজতে গিয়ে কসমেটিক বা লেজার ব্যবহারের তথ্যও পেয়েছেন। এতে খরচ বেশি হওয়ায় এখন তা যাচাই বাছাই করছেন, যোগ করেন এ অভিভাবক।


এ দুই অভিভাবকের মতো অনেকের মনেই প্রশ্ন জেগেছে খতনার সময় পুরোপুরি অজ্ঞান করা বা ফুল অ্যানেস্থেসিয়া দেওয়ার প্রয়োজনীয়তা নিয়ে। দুই শিশু মৃত্যুর ঘটনায় দায় বা ভুল কোথায় তা নিয়ে চলছে নানান কথাবার্তা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us