খুব দ্রুতই ১০ কোটি ব্যবহারকারীর মাইলফলক অতিক্রম করলেও নিজের মূল প্রতিদ্বন্দ্বী এক্স’কে ছাড়াতে পারেনি থ্রেডস। তবে, প্ল্যাটফর্মটির ‘ভাগ্যের চাকা সচল’ রাখতে এরইমধ্যে নতুন পদক্ষেপ নিয়েছে এর মালিক কোম্পানি মেটা।
টেক্সটভিত্তিক এই প্ল্যাটফর্মে ব্যবহারকারীদের আকৃষ্ট করতে থ্রেডসের বিভিন্ন জনপ্রিয় পোস্ট ফেইসবুক ও ইনস্টাগ্রামে দেখানোর সুবিধা পরীক্ষা করছে মেটা।
এর আগেও এমন পরীক্ষা চালিয়েছে মেটা। তবে, এবার ফেইসবুক থেকে থ্রেডসে সহজেই পোস্ট করার সুবিধা নিয়ে কাজ করছে সামাজিক যোগাযোগ মাধ্যম জায়ান্ট কোম্পানিটি। এর ফলে, নিয়মিত ফেইসবুক ব্যবহারকারী ও কনটেন্ট নির্মাতারা ঝামেলা ছাড়াই ফেইসবুক থেকে থ্রেডসে বিভিন্ন ভিডিও ও ছবি শেয়ার করতে পারবেন। এরইমধ্যে ব্যবহারকারীদের একটি অংশ ফিচারটি ব্যবহারের সুযোগ পেয়েছে। তবে, ফিচারটি দীর্ঘ মেয়াদে থাকবে কি না বা এতে টেক্সটের পাশাপাশি ছবিও পোস্ট করা যাবে কি না, তার নিশ্চয়তা মেলেনি।