কারামুক্ত বিএনপি নেতাকর্মীর মালপত্রের হদিস নেই

সমকাল প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৭

কারাগার থেকে জামিনে মুক্তি পেলেও মালপত্র ফেরত পাচ্ছেন না বিএনপির নেতাকর্মী। বারবার সংশ্লিষ্ট থানা পুলিশের কাছে ধরনা দিয়েও হদিস মিলছে না মালপত্রের। এসব জিনিসপত্রের মধ্যে রয়েছে– মোটরসাইকেল, মোবাইল ফোন, ল্যাপটপ, ঘড়ি, মানিব্যাগ ও নগদ অর্থকড়ি। গ্রেপ্তারের সময় সঙ্গে থাকা ওই সব মালপত্র নিয়ে গেলেও এখন তা অস্বীকার করছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। অবশ্য বিএনপি নেতাকর্মীর এ অভিযোগ সঠিক নয় বলে দাবি করছে পুলিশ।


গত বছরের ১৫ নভেম্বর রাজধানীর গুদারাঘাটের একটি বাসা থেকে গ্রেপ্তার হন তিতুমীর কলেজ ছাত্রদলের নেতা আল আমিন ও ছাত্রদলের আরেক নেতা। গ্রেপ্তারের সময় তাদের দু’জনের পাঁচটি মোবাইল ফোন এবং ওই বাসার বাসিন্দাদের আরও দুটি ফোন ও একটি ল্যাপটপ নিয়ে যায় পুলিশ। গত ২৬ জানুয়ারি তারা দু’জনই জামিনে মুক্তি পান; কিন্তু ওই সব মালপত্র এখনও ফেরত পাননি। গাড়ি ভাঙচুরের মামলায় কারাগারে ছিলেন তারা। আল আমিন বলেন, ‘মোবাইল ফোন-ল্যাপটপ কিছুই পাচ্ছি না। আনতে গেলে পল্টন থানা পাঠাচ্ছে গোয়েন্দা কার্যালয়ে, আবার গোয়েন্দা পুলিশ পাঠাচ্ছে পল্টন থানায়! ল্যাপটপ না পেলে তাঁর রুমমেটকে কিনে দিতে হবে।’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us