সরকার পতনের আন্দোলনে ব্যর্থতার পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বাতিলের দাবিতে আন্দোলনরত বিএনপির এখন মূল লক্ষ্য দল পুনর্গঠন। এ জন্য মাঠের বড় কর্মসূচিতে না গিয়ে ইফতার মাহফিলের মাধ্যমে হতাশ নেতা-কর্মীদের উজ্জীবিত করতে জোর দিচ্ছেন নীতিনির্ধারকেরা। বিএনপির সূত্রে এসব জানা গেছে।
দ্বাদশ সংসদ নির্বাচন বাতিলের দাবিতে আন্দোলন করলেও গত দেড় মাসে বড় কোনো কর্মসূচি দিতে পারেনি বিএনপি। দলের মহাসচিব ও স্থায়ী কমিটির দুই সদস্য মুক্তি পেলেও
সামনে মাঠের বড় কোনো কর্মসূচির সম্ভাবনা কম। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান গতকাল বুধবার সন্ধ্যায় সেটাই স্পষ্ট করলেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘আপাতত কর্মসূচি নিয়ে আমরা চিন্তা করছি না। বিশেষ করে বড় কর্মসূচির কথা ভাবছি না। তবে পরিস্থিতি তৈরি হলে সেটা ভিন্ন কথা।’