সেদ্ধ চাল রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছিল ভারত। যা প্রথমে ২০২৩ সালের ১৬ অক্টোবর পর্যন্ত এবং পরে তা বাড়িয়ে করা হয় ২০২৪ সালেন ৩১ মার্চ পর্যন্ত। তবে আজ বৃহস্পতিবার ভারত সরকার শুল্ক আরোপের সময়সীমা আরও এক ধাপ বাড়াল। এবার ৩০ এপ্রিল পর্যন্ত সেদ্ধ চাল রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক দিতে হবে। এনডিটিভির প্রতিবেদনে এমনটাই জানানো হয়েছে।
এর আগে ভারত সরকার ২০২৩ সালের ২৫ আগস্ট শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছিল। যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়। তারা জানিয়েছিল এই পদক্ষেপের কারণ পর্যাপ্ত স্থানীয় মজুত বজায় রাখা এবং দেশে দাম নিয়ন্ত্রণে রাখা।