পৃথিবীর বায়ুমণ্ডল ভেদ করে ধেয়ে আসতে পারে পুরনো এক স্যাটেলাইট, যা মহাশূন্যে গিয়েছিল ৩০ বছর আগে।
‘ইআরএস-২’ নামের এ স্যাটেলাইট বায়ুমণ্ডলে প্রবেশের পরপরই চূর্ণ বিচুর্ণ হয়ে যেতে পারে।
ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থা ইএসএ’র তথ্য অনুসারে, এ পুনঃপ্রবেশের প্রক্রিয়াটি ‘প্রাকৃতিক’, যেখানে মানুষের হাতে কোনো নিয়ন্ত্রণ নেই। তাই কখন বা কোথায় স্যাটেলাইটটি আঘাত হানতে পারে, তা অনুমান করা সম্ভব নয়।
তবে আরও সময় গেলে সংস্থাটির পক্ষে আরও নির্ভুল তথ্য জানানো সম্ভব হবে বলে প্রতিবেদনে লিখেছে ব্রিটিশ গণমাধ্যম স্কাই নিউজ।
মঙ্গলবার প্রকাশিত সর্বশেষ পূর্বাভাসে অনুমান ছিল, স্যাটেলাইটটি বুধবার গ্রিনউইচ মান সময় বিকাল সাড়ে চারটা নাগাদ পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করবে।