নতুন সংসারে বসার আয়োজন হোক রঙিন

প্রথম আলো প্রকাশিত: ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১৮

নবদম্পতির বসার ঘরটা কিন্তু একটু ভিন্নভাবে সাজানো যেতে পারে। রঙের নানাবিধ নান্দনিক ব্যবহারে ফুটে উঠবে নবদম্পতির রুচিবোধ।


রঙিন স্বপ্ন চোখে শুরু নতুন সংসার। এ সময় কতজনই তো দেখা করতে আসেন। তাঁদের কথা মাথায় রেখে নবদম্পতির বসার ঘরটা কিন্তু একটু ভিন্নভাবে সাজানো যেতে পারে। যে রংটাকে মূল রং হিসেবে বেছে নেবেন, ঘরের সব অনুষঙ্গ যেন সেটির সঙ্গে মানানসই হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। তার মানে কিন্তু এই নয় যে ঘরের সব আসবাব ও অনুষঙ্গ একই রঙের হতে হবে। একই রঙের বিভিন্ন শেড যেমন কাজে লাগানো যায়, তেমনি একেবারেই বিপরীত ধাঁচের রংও আনা যায়। বসার ঘরের রং নির্ধারণ, আসবাব বিন্যাস এবং অনুষঙ্গ বাছাইয়ের বিষয়ে এমন নানা পরামর্শ দিলেন রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইনের প্রধান ও ইন্টেরিয়র ডিজাইনার গুলসান নাসরীন চৌধুরী।


আসবাব, পর্দা আর মেঝে


ভিন্নধারায় বসার ঘর সাজাতে চাইলে কিনতে পারেন ভিন্নধর্মী নকশার বেতের সোফা। মেঝেতে বিছিয়ে দিতে পারেন সবুজ শতরঞ্জি। এ ক্ষেত্রে সোফার কভারের জন্য বেছে নিন সবুজ, কমলা, লাল, হলুদে মেশানো কোনো গ্রামীণ চেকের কাপড়। পর্দার রং হোক চাঁপা সাদা; পেলমেটের জন্য বেছে নিন কালো কিংবা নেভি ব্লু রং, এই কালোর ওপর থাকুক লাল এমব্রয়ডারি, নীলের ওপর হলুদ। সব মিলিয়ে ঘরটা যেমন রঙিন হয়ে উঠবে, তেমনি পাবেন প্রশান্তিও। এমন অন্দরে ছবিও হয় দারুণ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us