জাঁকজমক আর শানশওকতের শহর সংযুক্ত আরব আমিরাতের রাজধানী দুবাই। সুউচ্চ ও বিলাসবহুল বুর্জ খলিফার জন্য এ শহরের আলাদা পরিচিতি রয়েছে। দুবাইয়ের দৃষ্টিনন্দন জুমেইরাহ বিচ এলাকায় বুর্জ খলিফার মতো আরও একটি নতুন বিলাসবহুল টাওয়ার নির্মাণ করা হয়েছে। জুমেইরাহ বিচ ও দ্য স্যাফায়ার কাছাকাছি জায়গার এই টাওয়ারের নাম দ্য স্যাফায়ার। এ বছরের প্রথম দিকে চালু হওয়া এই টাওয়ার নির্মাণ করেছে দেশটির আবাসন প্রতিষ্ঠান ডিএএমএসি প্রপার্টিজ। এর একটি ৯ হাজার ৪৩৭ বর্গফুট পেন্টহাউসের দাম প্রায় ১৬৮ কোটি ৫০ লাখ টাকা!
দুবাইয়ের ডাউনটাউনের কাছে জুমেইরাহ এলাকা থেকে হাঁটা দূরত্বে সাফা পার্ক। এর কাছেই সিটি ওয়াক ও বক্স পার্ক। দৃষ্টিনন্দন জুমেইরাহ বিচ ও দ্য স্যাফায়ার কাছাকাছি অবস্থিত। নির্মাতাপ্রতিষ্ঠান কর্তৃপক্ষ জানিয়েছে, নতুন টাওয়ার সাফা সিরিজের অংশ। এ সিরিজের সব টাওয়ারই বিলাসবহুল জীবনযাপনের জন্য নির্মাণ করা হয়েছে। টাওয়ারের লবিতে একটি আলোর বলয় থাকবে, যেখানে পোডিয়াম স্তরের ইনফিনিটি পুলে সাফা পার্ক ও আশপাশের ফোয়ারার দৃশ্য দেখা যাবে। এ ছাড়া দ্য স্যাফায়ার টাওয়ারের বাসিন্দাদের জন্য রয়েছে বিলাসবহুল স্পা রিট্রিট, ক্যানারি গার্ডেন ও ফিটনেস সেন্টার।