ডলারের জন্য সব দিকে চোখ

আজকের পত্রিকা প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৪, ১১:২১

ইউক্রেন যুদ্ধের পরেই লাগামছাড়া হয়ে ওঠে ডলার। বৈদেশিক এই মুদ্রার সংকট দেশেও তীব্র আকার ধারণ করে। ডলার সাশ্রয়ে সরকার আমদানিতে কড়াকড়ি শর্ত আরোপসহ ডজনখানেক পদক্ষেপ নেয়। কিন্তু ডলার নামক পাগলা ঘোড়াকে কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। তবু আশার ভেলা ছাড়েনি কেন্দ্রীয় ব্যাংক। নীতিতে পরিবর্তন আনতে বাধ্য হয়। আন্তর্জাতিক ঋণদাতা সংস্থাসহ বিদেশ থেকে ডলারে ঋণ পেতে বাড়তি গুরুত্ব দেয়। কিছুটা সুফলও মেলে। তাতে কিন্তু বশ মানেনি ডলার।]


সর্বশেষ বৈদেশিক হিসাবগুলো সুদ প্রদান এবং টাকার বদলে ব্যাংকের ডলার নেওয়া শুরু করে। এসব পদক্ষেপ কার্যকরের মধ্য দিয়েও মাত্র আড়াই বছরে ৮৪ টাকার ডলার ১১০ টাকা ছাড়িয়ে যায়। খোলাবাজারের প্রতি ডলার ১৩১ টাকা পর্যন্ত লেনদেন হয়। আর ৪৮ বিলিয়নের ডলার নেমে আসে ২৪ বিলিয়নে। ডলারের মূল্যপতনের জন্য দুর্বল পদক্ষেপকে দায়ী করছেন অর্থনীতিবিদসহ সংশ্লিষ্টরা। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us