নীলফামারীতে ১৫০ কারচুপি কারখানা বন্ধ, বেকার ৫ হাজার

আজকের পত্রিকা প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৮

সুতা ও অন্যান্য উপকরণের মূল্যবৃদ্ধি এবং পুঁজি-সংকটের কারণে নীলফামারীর সৈয়দপুর উপজেলার প্রায় দেড় শ কারচুপি শিল্পকারখানা বন্ধ হয়ে গেছে। এতে বেকার হয়ে পড়েছেন পাঁচ সহস্রাধিক কারিগর। পরিবার নিয়ে তাঁরা এখন মানবেতর জীবনযাপন করছেন।


কারচুপিশিল্প সূত্রে জানা গেছে, উপজেলার শহর ও গ্রামের বিভিন্ন এলাকায় গড়ে ওঠে তিন শতাধিক কারচুপি কারখানা। এসব কারখানায় কাঠের ফ্রেমে শাড়ি, পাঞ্জাবি, ওড়নাসহ বিভিন্ন ধরনের পোশাকে কারচুপি ও নকশার কাজ করেন প্রায় ১০ হাজার নারী-পুরুষ। এ ছাড়া বাড়িতেও কাজ করেন কেউ কেউ। স্কুল-কলেজের ছাত্রীরাও পড়াশোনার ফাঁকে এ কাজ করে বাড়তি আয় করেন। এখানকার কারিগরদের নিপুণ হাতে তৈরি মনকাড়া ডিজাইনের এসব পোশাক স্থানীয় চাহিদা মিটিয়ে চলে যায় রাজধানীসহ দেশের বড় বড় বিপণিকেন্দ্রে। তবে পুঁজি-সংকটের কারণে সম্প্রতি দেড় শ কারখানা বন্ধ করে দিয়েছেন মালিকেরা।


সৈয়দপুর শহরের রসুলপুর এলাকার বাসিন্দা রোজিনা বেগম। স্বামীর মৃত্যুর পর তিনিই পরিবারের হাল ধরেন। তবে তিনি যে কারখানায় কাজ করতেন, সম্প্রতি সেটি বন্ধ হয়ে যায়। রোজিনা বলেন, ‘লোকসানের জন্য মালিক কারখানা বন্ধ করে দেইল। এলাই হামার কামকাজ নাই। কেমন করি সংসার চলিবে। ছোট দুই খান ছাওয়াক নিয়া না খায়া মরির নাগিবে।’


রোজিনার মতো কাজ হারিয়ে পরিবার নিয়ে মানবেতর জীবন কাটছে আরও অনেকের। শহরের গোলাহাট এলাকায় গিয়ে দেখা যায়, সেখানে গড়ে ওঠা কয়েকটি কারখানা বন্ধ হয়ে গেছে। মনতাজ কারচুপি কারখানার মালিক মনতাজ হোসেন বলেন, ‘গোলাহাট ও উত্তরা আবাসন এলাকায় আমার তিনটি কারখানা ছিল। প্রতিটি কারখানায় ২০-৩০ জন কারিগর কাজ করতেন। বর্তমানে দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারত থেকে বৈধ ও অবৈধ পথে কারচুপির কাজ করা নিম্নমানের পোশাক আসছে এই অঞ্চলে। দামে কম হওয়ায় এসব পোশাকের প্রতি ঝুঁকছেন ক্রেতারা। এতে করে স্থানীয়দের তৈরি কারচুপির পোশাকের চাহিদা ব্যাপক কমেছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us