বেতন নেই ৭ মাস, লিবিয়া গিয়ে বিপাকে ১৪২ বাংলাদেশি স্বাস্থ্যকর্মী

বিডি নিউজ ২৪ প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৯:৩৫

ভালো বেতনের আশায় চাকরি নিয়ে আফ্রিকার দেশ লিবিয়ায় গিয়ে দুর্ভোগে পড়েছেন চিকিৎসক, নার্সসহ ১৪২ জন স্বাস্থ্যকর্মী।


লিবিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে চাকরির ভিসা নিয়ে ২০২৩ সালের জুনে সেখানে যান তারা। তবে এখন পর্যন্ত বেতন পাননি, রয়েছে আবাসনসহ অন্যান্য সমস্যাও।


বিষয়টি নিয়ে গত সপ্তাহে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে ইমেইল করেন এক ভুক্তভোগী। পরে আরও কয়েকজনের সঙ্গে যোগাযোগ করে বিষয়টির সত্যতা পাওয়া যায়। তবে নিরাপত্তাজনিত কারণে নাম প্রকাশ না করার অনুরোধ করেছেন তারা।


লিবিয়ার বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তারা জানিয়েছেন, বিষয়টি নিয়ে তারা ‘কাজ করছেন’। শিগগিরই সমস্যা সমাধান হবে বলে আশা করছেন।


যুদ্ধ ও পরবর্তী রাজনৈতিক অস্থিরতায় কয়েক বছর বন্ধ থাকার পর ২০২২ সালে লিবিয়ার শ্রমবাজার আবার খুলে দেওয়া হয়। অবকাঠামোসহ অন্যান্য খাত পুনর্গঠনে বিভিন্ন দেশ থেকে কর্মী নিচ্ছে দেশটি। বাংলাদেশী কর্মীদের চাহিদা রয়েছে সেখানে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us